সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

জীবনের ডায়েরী

জীবনের ডায়েরী
জীবন এমন একটা ডায়েরী,
"যার প্রথম এবং শেষ পাতা
লিখাই থাকে"
প্রথম পাতায় জন্ম,
আর শেষ পাতায় মৃত্যু।
কিন্তু মাঝখানের সাদা
পাতাগুলো কে,
নিজের মত করে
লিখে নিতে হয়।'
কেউ কেউ জিবনটাকে সুখ
দিয়ে সাজিয়ে নিতে চায়,

আমার সম্পর্কে জানুন

 আমার সম্পর্কে জানুন
সকল মুসলমান ভাই ও বোনেরা
আমার প্রোফাইল পড়া মাত্রই
আমার সালাম নিবেনঃ-
ﺍﺳﻠﻢ ﻋﻠﻴﻜﻢ ﻭﺭﺣﻤﺖ ﺍﻟﻠﻪ
আমি ইসলামী পোস্ট পছন্দ করি।
আমি মেসেজ এবং কোমেন্ট লাইক
উত্তর উভয়টারই রিপ্লাই দেই।
আমার ফোনঃ 01745-999075
01925-321219. 01626-233482
আমার মেইলগুলোঃ-↓
E-mail : mahdihasanebadut@gmail.com
Yahoo : mh_ebadut@yahoo.com
Hotmail : mhebadut@hotmail.com
website : www.mhebadut.tk
( লেখাগুলো আমার অনুপ্রেরণার
অনেকটা জুড়ে আছে.........
(সময় না থাকলে পরে আসেন!)
"শুনেছি সপ্ন যত বড় হয় তা,
ততো তাড়াতাড়ি না'কি
ভেঙ্গে যায়। বোধহয় তাই !!
তবুও আমি থেমে থাকি নি,
হোঁচট খেতে-খেতে শিখেছি,
জীবন অনেক কঠিন,
এখানে আবেগের কোনো মুল্য নেই,
এখানে প্রতিটা মানুষ তার
নিজেকেই সবচেয়ে ভালোবাসে,
পৃথিবীতে সবচেয়ে বহুরূপী
জীব হচ্ছে মানুষ !!
তাই আমি চেষ্টা করছি একটু
ভিন্ন হতে, আর এ জন্য
কেউ বলে পাগল, কেউ-কেউ বলে
বোকা !!
কিন্তু আমি কিভাবে বুঝাই যে, আমি সেই
বোকা মানুষটি হতে চাই, যে
প্রতিদিন রং বদলায় না ,
যে শুধু স্বার্থের পেছনেদৌড়ায় না,
যে ব্যস্ত রাস্তায় অন্ধ ভিখারী দেখে
একটু থমকে দাড়ায়,
সেই
বোকা মানুষ টি হতে চাই
................................
আমি খুব দ্রুতই
একজনকে বিশ্বাস করে ফেলি
আর এর মিষ্টি মধুর ফল
স্বরুপ অনেকেই এটার সুবিধা নেয় ।
ইসলামিক গান আমার প্রান
পাশাপাশি কবিতা লিখতেও ভালবাসি ।
আমার মনের কষ্ট গুলো কেউ বুঝেনা
আমার ভেতরটাকে খুব কম মানুষই
বুঝতে পারে ।
নিজেকে সবসময় অনেক নগন্য ভাবি
বলে নিজের ওপর আস্থা খুব কম।
একটি অজানা অচেনা একটা জগত্
সবসময় আমার মনের
আঙ্গিনায় খেলা করে । আমার তখন
সবচেয়ে ভালো লাগে যখন আমার
ভালো লাগা গুলো অন্যের সাথে
মিলে যায় ।
আমি সবসময় যেকারো গুনকে
উপলব্ধি করার
চেষ্টা করি ত্রুটি কে নয় । আমি
এমন কাওকে চাই
যে আমার ভেতরের জগত্ কে খুব
দ্রুতই বুঝতে পারে।
আমি সৃষ্টিতে বিশ্বাসী
অন্যকে নকল করাতে নয় ।
আমি খুব সামান্য কিছুর ভেতরে
সুখকে খোজার চেষ্টা করি ।
আমি অনেকটা প্রকৃতি প্রেমী ।
আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি,
আমি খুব একটা ফ্যাশনেবল
লাইফকে পছন্দ করি না ।
আমি একাকী সময় কাটাতে ভালোবাসি ।
কোন কারনে কষ্ট পেলে নিজেকে আরও
কষ্ট দিয়ে কষ্ট এর পুরনাঙ্গ স্বাদ নিতে চেষ্টা
করি । একাকীত্ব কে বেশি ভালবাসি বলে
একাকীত্ব আমাকে সময় দিয়ে থাকে ।

এত কষ্ট ককরে আমার About পড়ার জন্য ধন্যবাদ ।